পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের চিকিৎসাক্ষেত্রে সহায়তা করার জন্য চালু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করা যাবে এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে। স্বাস্থ্যসাথী প্রকল্পে কি কি নতুন সুবিধা রয়েছে ২০২৫ সালে, কিভাবে বাড়িতে বসেই আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে সমস্ত বিষয় আলোচনা করব।
কারা স্বাস্থ্যসাথী কার্ড পাবে?
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পরিবারে একজন মহিলা সদস্য থাকতে হবে। কারণ এই কার্ডটি সাধারনত পরিবারের মহিলা সদস্যের নামে ইস্যু হয়।
অনলাইনের কিভাবে আবেদন করবেন?
বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করা যাবে। আবেদন এর জন্য সবার প্রথমে চলে যান swasthyasathi.gov.in পোর্টালে। তারপর সেখানে ‘Apply Online’ এ ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য পূরণ করে ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন হলেই একনোলেজমেন্ট নম্বর পেয়ে যাবেন। এটি সংগ্রহ করুন। এই নম্বর দিয়ে কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।
কী কী ডকুমেন্টস লাগবে?
স্বাস্থ্যসাথী কার্ডে আবেদনের জন্য যেসকল ডকুমেন্টস গুলি লাগবে, সেগুলি হল –
১) পরিবারের সকল সদস্যের আধার কার্ড
২) ভোটার কার্ড
৩) মোবাইল নম্বর
৪) পাসপোর্ট সাইজ ফটো
কী কী সুবিধা পাওয়া যাবে?
স্বাস্থ্যসাথী কার্ড থাকলে পরিবারের যেকোনো সদস্যের বাৎসরিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে হবে। এই সুবিধা সমস্ত সরকারী হাসপাতালে পাবেন। এছাড়াও ১৫০+ প্রাইভেট হাসপাতাল এই প্রকল্পের সাথে যুক্ত রয়েছে। যার ফলে মানুষের হাতে বেশি বিকল্প থাকছে এবং ভালোভাবে চিকিৎসার সুযোগ বাড়ছে।
আমি Scheme Bangla Youtube চ্যানেল এর মালিক। আমি এই ওয়েবসাইটে বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারি খবর নিয়ে লিখে থাকি।