গরমের দাবদাহের জন্য মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৩০শে এপ্রিল থেকে রাজ্যজুড়ে সরকারি বিদ্যালয়গুলিতে গরমের ছুটির ঘোষণা করেন। তবে গরমের ছুটির পর স্কুল কবে খুলবে সেই নিয়ে কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার। তাই রাজ্যের ছাত্রছাত্রী, অভিভাবকরা চিন্তায় পড়েছেন তাদের পড়াশোনা কিভাবে এগোবে।
ঘোষণার আগেই ছুটি
এই বছর মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যজুড়ে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু সেইমত হয়নি এই কাজ। ঘোষিত ডেট এর আগেই ছুটি দিয়ে দেওয়া হয়। ৩০শে এপ্রিল থেকেই শুরু হয়ে গেছে গরমের ছুটি।
তাড়াতাড়ি ছুটি পড়ায় ছাত্রছাত্রী, অভিভাবক এমনকি শিক্ষক/শিক্ষিকারাও চিন্তায় পড়েছেন কিভাবে সিলেবাস শেষ হবে।
ছুটির পর কবে খুলবে স্কুল?
ছুটি কবে পড়বে সেটা ঘোষণা করা হলেও ছুটির পর কবে স্কুল খুলবে সেই নিয়ে কোনো ঘোষণা করা হয়নি শিক্ষাদপ্তরের তরফ থেকে। তাই ছাত্রছাত্রী ও অভিভাবকরা মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ এইদিকে তাড়াতাড়ি ছুটি পরে যাওয়ায় ছাত্রছাত্রীদের পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছে, গরমের ছুটি দীর্ঘদিন থাকলে তাদের পড়াশোনার আরও ক্ষতি হবে বলে মনে করছেন অভিভাবকরা। বিশেষ করে যারা আগামী বছর উচ্চমাধ্যমিক তাদের পড়াশোনার প্রচুর ক্ষতি হবে।
তাই স্কুল খোলার তারিখ এখনো ঘোষণা করা না হলেই, গরম কেমন থাকবে সেটা দেখেই সিদ্ধান্ত নেবে শিক্ষা দপ্তর।
নবান্ন কি বলছে এই বিষয়ে?
নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, তাপপ্রবাহ এবং গরমের উপর বিশেষ নজর রাখা হবে। গরম কেমন থাকবে সেই অনুযায়ী ছুটি বাড়ানো বা কমানো হবে। তবে স্কুল কবে খুলবে সেই নিয়ে কিছুই ঘোষণা করা হয়নি।
আমি Scheme Bangla Youtube চ্যানেল এর মালিক। আমি এই ওয়েবসাইটে বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারি খবর নিয়ে লিখে থাকি।