Railway Big Vacancy। মাধ্যমিক পাশেই ৫৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ ডি তে ৩২,৪৩৮ টি শূন্যপদের নোটিশ জারি করেছিল। বর্তমানে রেলের পক্ষ থেকে সেই সংখ্যা বাড়িয়ে ৫৮,২৪২ টি করা হয়। তাই যাদের স্প্ন ভারতীয় রেলওয়ে বা কেন্দ্রীয় সরকারি কোনো চাকরি করার তাদের জন্য এটি সুবর্নসুযোগ। কিভাবে আবেদন করবেন? কি কি যোগ্যতা লাগবে? জানুন বিস্তারিত।

পদ এবং শূন্যপদের বিবরণ 

এই শূন্যপদগুলি হলো গ্রুপ ডি বিভাগের।  ট্র্যাক মেইনটেনার, পয়েন্টসম্যান সহ অন্যান্য বিভিন্ন পদে নিয়োগ করা হবে। মোট ৫৮,২৪২ জনকে এইবার চাকরি দেওয়া হবে। আরও অন্যান্য পদের সম্বন্ধে বিষদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন। 

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা

যেকোন সরকার স্বীকৃত বোর্ড অথবা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদগুলোতে আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য আইটিআই সার্টিফিকেট দরকার পড়বে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম থাকায়, অনেক মানুষ এই চাকরির জন্য আবেদন করবে বলে আশা করা যাচ্ছে। 

আবেদনকারীদের বয়স সীমা

১৮ বছর বয়স হলেই এই পদে আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ বয়স রাখা হয়েছে ৩৬। তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে। 

আবেদনের পক্রিয়া

আবেদন প্রক্রিয়া চালু হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে ২৩শে জানুয়ারি। চালু হলে নিম্নলিখিত পদ্ধতিতে আপনারা অতি সহজেই আবেদন করা যাবে।

প্রথমে RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। 

ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন হয়ে গেলে ড্যাশবোর্ড খুলে যাবে, সেখানে আবেদন লিংকে ক্লিক করলেই চলে আসবে ফর্ম। 

ফর্মে যা যা তথ্য চাওয়া হবে, সেগুলি ঠিক করে ফিল আপ করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে। 

সাবমিট করার পর ফিজ জমা করতে হবে। সাধারণ শ্রেনীর আবেদনকারীদের জন্য ৫০০ টাকা এবং SC/ST আবেদনকারীদের জন্য ২৫০ টাকা ফিজ রাখা হবে বলে জানা যাচ্ছে। 

ঠিকঠাক পেমেন্ট হয়ে গেলেই আবেদনের কাজ সম্পন্ন হয়ে যাবে। 

নিয়োগ প্রক্রিয়া

অন্যান্য সরকারি চাকরির মতোই নিয়োগ প্রক্রিয়া রাখা হয়েছে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, সেখানে পাশ করলে শারীরিক সক্ষমতার পরীক্ষা করা হবে। সেখানেও উত্তীর্ণ হয়ে গেলে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। সমস্ত ডকুমেন্টস যদি ঠিক থাকে তবে তাকে নিয়োগ করা হবে। 

আপনার যদি স্বপ্ন ভারতীয় রেলের একজন সদস্য হওয়ার হওয়ার অথবা সরকারি চাকরি করার, তবে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন। 

Leave a Comment