পশ্চিমবঙ্গের বৃদ্ধ ও বৃদ্ধাদের জন্য জনপ্রিয় প্রকল্প হল বার্ধক্য ভাতা অথবা old age pension. রাজ্যের প্রবীণদের কিছুটা আর্থিক সহায়তা করায় হল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রতি মাসে ১০০০ টাকা পর্যন্ত অর্থ সাহায্য করা হয় এই প্রকল্পে। কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন, কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আবেদনের জন্য যোগ্যতা ও শর্তাবলী
বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট শর্তাবলী রয়েছে, যেগুলি পালন না করলে টাকা পাওয়া যাবে না। শর্তগুলি নিচে উল্লেখ করা হল –
১) আবেদনকারীর বয়স অবশ্যই ৬০ বছর বা তার বেশি হতে হবে। ৬০ বছর বা তার ঊর্ধ্বে বয়েসের পুরুষ ও মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবে।
২) আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক হতে হবে।
৩) এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের গরীব বৃদ্ধ ও বৃদ্ধাদের জন্য। তাই অন্য সরকারি ভাতা ও সরকারি চাকরির পেনশন পেলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।
৪) যেসকল মহিলারা বিধবা ভাতা পায় তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না। কারণ তাদের বয়স ৬০ বছরের বেশি হয়ে গেলে বিধবা ভাতা নিজে থেকেই বার্ধক্য ভাতায় পরিবর্তিত হয়।
বার্ধক্য ভাতায় আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
এই প্রকল্পে আবেদনের জন্য যেসকল নথি লাগবে সেগুলি হল –
১) আবেদনকারীর নিজের নামে ব্যাংক একাউন্ট। জয়েন্ট একাউন্ট কিন্তু দেওয়া যাবে না। ব্যাংকের পাসবই এর প্রথম পাতার জেরক্স লাগবে।
২) আধার কার্ড ও ভোটের কার্ড লাগবে।
৩) ২ কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে।
৪) ইনকাম সার্টিফিকেট লাগবে।
বার্ধক্য ভাতা আবেদন পদ্ধতি
আবেদনের জন্য আপনাদের একটি নির্দিষ্ট ফরম ফিলাপ করতে হবে। এই ফরমটি West Bengal এর অনলাইনে পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনার এলাকার BDO Office, যদি পৌরসভা বা মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে সমাজকল্যাণ দপ্তরে বা সাব-ডিভিশন অফিসে এই ফরমটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া যখন দুয়ারে সরকার ক্যাম্প বসে সেখানেও এই ফরমটি পাওয়া যায়।
ফরমটি সংগ্রহ করে, সঠিকভাবে ফিলাপ করে, সাথে উপরে উল্লিখিত ডকুমেন্টস গুলির ফটোকপি দিয়ে জমা করতে হবে। আবেদন হয়ে গেলে আপনারা ও লাইনে বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
ভাতার পরিমাণ
২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পের অধীনে বৃদ্ধ ও বৃদ্ধারা প্রতি মাসে ১০০০ টাকা অর্থ অনুদান পেতে থাকে। যার মধ্যে রাজ্য সরকার ৭০০ টাকা এবং কেন্দ্র সরকার ৩০০ টাকা প্রদান করে। এই টাকা সরাসরি আপনাদের ব্যাংক একাউন্টে চলে আসে প্রতি মাসে।
আমি Scheme Bangla Youtube চ্যানেল এর মালিক। আমি এই ওয়েবসাইটে বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারি খবর নিয়ে লিখে থাকি।