শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতের মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য চালু হয়েছে একটি চমকপ্রদ প্রকল্প। নভ্যা যোজনা (Nabhya Yojona) একটি প্রকল্প, যার প্রধান উদ্দেশ্য দেশের কম বয়সী মেয়েদের আত্মনির্ভর করে তোলা। এই প্রকল্পের আওতায় ভারতের কিশোরী মেয়েদের বিভিন্ন আধুনিক প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হবে। এই প্রকল্পের সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হল।
নভ্যা যোজনা (Nabhya Yojona) কি?
নভ্যা যোজনা হল ভারত সরকারের নতুন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম । মাধ্যমিক পাশ করা ১৬–১৮ বছর বয়সী মেয়েদের জন্য এই প্রকল্প চালু হয়েছে।
২০২৫ সালের ২৪ জুন উত্তর প্রদেশের সোনভদ্রা জেলায় এই প্রকল্পের উদ্বোধন হয়। এটি নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক (MWCD) এবং স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রক (MSDE) এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের আধুনিক ও বাজার ভিত্তিক দক্ষতা প্রদান করা হবে।
প্রকল্পের মূল উদ্দেশ্য
নভ্যা যোজনার মূল লক্ষ্য হলো কিশোরীদের কর্মজগতে প্রবেশযোগ্য করে তোলা, বিশেষ করে অপ্রচলিত ও প্রযুক্তিনির্ভর পেশায়। এই স্কিমের মূল উদ্দেশ্যগুলি হল:
১) আর্থিকভাবে স্বনির্ভর করা।
২) লিঙ্গভিত্তিক পেশাগত বৈষম্য দূর করা।
৩) অবিকশিত জেলাগুলিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি।
৪) ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস গঠনে সহায়তা করা।
এটি কেবল একটি প্রশিক্ষণ প্রোগ্রাম নয় — বরং এটি একটি সামাজিক পরিবর্তনের পদক্ষেপ।
কারা আবেদন করতে পারবে?
নভ্যা যোজনায় অংশ নিতে হলে:
১) বয়স হতে হবে ১৬ থেকে ১৮ বছর।
২) ক্লাস ১০ উত্তীর্ণ হতে হবে।
৩) নির্বাচিত ৯টি রাজ্যের ২৭টি জেলায় বসবাস করতে হবে (যেগুলি মূলত আকাঙ্ক্ষিত জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা)।
কী কী শেখানো হবে?
নভ্যা যোজনার একটি বিশেষত্ব হল, এখানে এমনসব আধুনিক ও প্রযুক্তি-ভিত্তিক স্কিল শেখানো হবে যা সাধারণত মেয়েদের জন্য সহজলভ্য নয়:
১) ড্রোন চালানো ও অ্যাসেম্বলি
২) সোলার প্যানেল ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ
৩) মোবাইল ফোন রিপেয়ারিং
৪) CCTV সেটআপ ও পরিচালনা
৫) গ্রাফিক্স ডিজাইন
৬) মেকআপ আর্টিস্ট ট্রেনিং
প্রতিটি অংশগ্রহণকারীকে ৭ ঘণ্টার একটি স্পেশাল মডিউল করানো হবে, যেখানে শেখানো হবে:
১) মৌলিক আর্থিক গণনা।
২) কমিউনিকেশন ও সফট স্কিল।
৩) POSH (যৌন হেনস্থার প্রতিরোধ) আইন।
৪) POCSO (শিশু সুরক্ষা) আইনের সম্পর্কে সচেতনতা।
৫) আত্মবিশ্বাস ও কর্মস্থলের আচরণ।
কিভাবে আবেদন করবেন?
এই প্রকল্পের আবেদন এখনো শুরু হয়নি। খুব শীঘ্রই আবেদন শুরু হবে বলে মনে করা হচ্ছে। নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক এবং স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রক অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
আমি Scheme Bangla Youtube চ্যানেল এর মালিক। আমি এই ওয়েবসাইটে বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারি খবর নিয়ে লিখে থাকি।