বাংলা আবাস যোজনা টাকা কবে ঢুকবে? Bangla Awas Yojana Payment Date

বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা ঘোষণা করা হয়েছে ৩১শে ডিসেম্বর। এই তারিখের মধ্যে টাকা না পেলে কি করবেন? জানুন বিস্তারিত। 

আবাস যোজনা প্রকল্পের সূচনা করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের গ্রামীণ মানুষজনের মাথায় পাকা ছাদ তুলে দিতেই এই উদ্যোগ। আবাস যোজনার নিয়ম অনুযায়ী মোট নিয়োগের ৬০ শতাংশ কেন্দ্র সরকার এবং বাকি ৪০ শতাংশ রাজ্য সরকার ব্যয় করবে। কিন্তু গত দুবছর থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে কোনো টাকা না দেওয়ায়, রাজ্য সরকার নিজের তববিল থেকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রকল্পের নাম আবাস যোজনা থেকে বাংলার বাড়ি প্রকল্প(Banglar Bari Prokolpo) বা বাংলা আবাস যোজনা(Bangla Awas Yojana) রাখা হয়।

বাংলার বাড়ির টাকা দেওয়ার তারিখ

রাজ্য সরকার কথামত নিজে তহবিল থেকে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। মাননীয় মূখ্যমন্ত্রী ১৭ই ডিসেম্বর একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে এই প্রকল্পের টাকা প্রদানের পর্বের সূচনা করেন। ১৭ তারিখ থেকেই শুরু হয়ে গেছে আবেদনকারীদের ব্যাংকে আবাস যোজনা প্রথম কিস্তির টাকা ঢোকা। প্রথম কিস্তিতে সকল উপভোক্তা ৬০ হাজার টাকা পাচ্ছেন তাদের ব্যাংক একাউন্টে। ইতিমধ্যে ৮ লক্ষেরও বেশি মানুষ প্রথম কিস্তির টাকা পেয়েছেন। যারা বাকি রয়েছেন সকলেই ৩১শে ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন। 

আবাস যোজনা যাচাই এর পর্ব

নির্ধারিত সময়সীমার মধ্যে সকলের ব্যাংকে অর্থ পাঠানোর জন্য কঠোর নজরদারি রাখা হচ্ছে। টাকা এলে তবেই সময়মতো বাংলার বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পারবেন আবেদনকারীরা। তারপর চারটি ধাপে করা হবে যাচাই এর কাজ। স্থানীয় আধিকারিকদের এই পর্যবেক্ষণের কাজ দেওয়া হয়েছে। পাওয়া অর্থের যেমন সদ্ব্যবহার করেন উপভোক্তারা সেজন্যই এই উদ্যোগ। উপভোক্তাদের উৎসাহিত করার নিদের্শও দেওয়া হয়েছে। 

বাংলা বাড়ির লিস্ট(Bangla Awas Yojana List)

মোট ২৮ লক্ষ মানুষের নাম রাখা হয়েছে যোগ্য আবেদনকারীর তালিকায়। কিন্তু সবাইকে এখন টাকা দেওয়া হচ্ছে না। যেসকল ১২ লক্ষ ব্যক্তির নাম Sunctioned List এ আছে শুধু তারাই টাকা পাচ্ছে এখন। অনেক উপভোক্তা এখনও প্রথম কিস্তির টাকা পায়নি, তারা চিন্তায় রয়েছেন টাকা ঢুকবে কিনা? তাদের Banglar Barir List চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি ১২ লক্ষের লিস্টে নাম আছে, তবেই সেই ব্যাক্তি টাকা পাবেন। 

এছাড়া যোগ্য উপভোক্তাদের মোবাইলে পাঠানো হচ্ছে SMS। 

বাংলা বাড়ির টাকা না ঢুকলে কি করবেন?

৩১শে ডিসেম্বর এর মধ্যে বাংলা বাড়ির টাকা না পেলে আপনারা প্রথমে সরাসরি মূখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাবেন। সেখানে যোগযোগ করলেই অনেকের ব্যাংকে টাকা চলে আসবে। অনেকের টাকা পাওয়ার SMS এসেছে কিন্তু টাকা পায়নি, তারাও ফোন করে অভিযোগ করতে পারবেন। 

সকল আবেদনকারী যাতে ঠিকমতো বাংলা আবস যোজনার টাকা পায় সেজন্য এই হেল্পলাইন ফোন কল এর ব্যবস্থা। 

হেল্পলাইন নম্বরে ফোন করেও যদি কাজ না হলে নিজ নিজ এলাকার BDO OFFICE এ গিয়ে যোগযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে। 

কারা আবাস যোজনার টাকা পাবে না? 

এরইমধ্যে আবার অনেক আবাস যোজনা আবেদনকারী এখন টাকা পাবে না। ২৮ লক্ষ যোগ্য উপভোক্তার মধ্যে ১২ লক্ষকে এখন টাকা দেওয়া হচ্ছে, বাকিরা ১৬ লক্ষ আবেদনকারী এখন টাকা পাচ্ছে না। তারা ২০২৫ সালে বাংলা বাড়ির টাকা পাবে। ৮ লক্ষ উপভোক্তা মে-জুন মাসে এবং বাকি ৮ লক্ষ ২০২৫ ডিসেম্বর মাসে টাকা পাবেন। 

আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে?

 আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেয়ার সঠিক সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রথম কিস্তির টাকা দেওয়া শেষ হয়ে গেলে শুরু হবে বাড়ি বানানো এবং যাচাই এর কাজ। যেসকল উপভোক্তা প্রথম কিস্তির টাকার সদ্ব্যবহার করবে, তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবে। দ্বিতীয় কিস্তির টাকা ২০২৫ সালের ফেব্রুয়ারি – মার্চ মাসে পাবেন বলে আশা করা যাচ্ছে।

Leave a Comment