বিধবা নারীদের আর্থিক সহায়তা করার জন্য খুবই জনপ্রিয় প্রকল্প হচ্ছে বিধবা ভাতা প্রকল্প। এই প্রকল্পের আওতায় সমাজের অসহায় ও দরিদ্র বিধবারা কিছুটা অর্থ সাহায্য পায়, যেটা তাদের জীবনযাপনকে কিছুটা হলেও সাহায্য করে। এই প্রকল্প পাওয়ার কারা কারা যোগ্য, কি কি কাগজপত্র প্রয়োজন, কিভাবে টাকা পাওয়া যাবে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হল।
কারা এই ভাতা পাওয়ার যোগ্য?
শুধু একজন বিধবা নারী হলেই এই প্রকল্পে আবেদন করা যাবে না। এই প্রকল্পের টাকা পেতে হলে কিছু শর্ত রয়েছে, যেগুলি পালন করলে তবেই কিন্তু টাকা আসবে ব্যাংকে। শর্তগুলি হল –
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) তার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
৩) স্বামী মৃত হতে হবে এবং পুনরায় বিবাহিত হলে ভাতা পাওয়া যাবে না।
৪) বার্ষিক আয় ৬০,০০০ টাকার নিচে হতে হবে।
৫) কেন্দ্রীয় বা অন্য কোনো রাজ্যের পেনশন এই প্রকল্পে আবেদন করা যাবে না।
কিভাবে আবেদন করবেন?
পাচিমবঙ্গ সরকার এর e-district পোর্টাল থেকে অনলাইনে আবেদনের ব্যবস্থা রয়েছে। তবে অনলাইনে আবেদন এখনো সম্পূর্ণভাবে চালু হয়নি। তাই অফলাইন এর মাধ্যমেই আবেদন করতে হবে। সরাসরি আপনাদের BDO অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে ফরম সংগ্রহ করুন। ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করুন। আবেদন গ্রহণের পর একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়, যার মাধ্যমে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
কী কী ডকুমেন্টস লাগবে?
বিধবা ভাতা প্রকল্পে আবেদনের জন্য যেসকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলি হল –
১) স্বামীর Death Certificate
২) আধার কার্ড
৩) বয়স প্রমাণপত্র
৪) রেশন কার্ড
৫) Domicile Certificate
৬) ব্যাঙ্ক পাসবই এর প্রথম পাতার জেরক্স
৭) ২ কপি রঙিন ফটো
মাসে কত টাকা পাওয়া যাবে?
এই প্রকল্পে আবেদন করলে সরকার মাসে ১০০০ টাকা ভাতা দেয়। যা সরাসরি আপনাদের ব্যাংক একাউন্টে প্রতি মাসে চলে আসবে।
প্রকল্প কিভাবে চালু রাখবেন?
আপনি যদি একজন যোগ্য হন এবং আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে তবে আবেদন করার ৩০-৪৫ দিনের মধ্যে আপনার নামে প্রকল্প চালু হয়ে যাবে। এর পর প্রতি মাসে টাকা পেতে থাকবেন। তবে কোনো আবেদনকারী যদি পুনরায় বিয়ে করেন, সেক্ষেত্রে প্রকল্প বন্ধ হয়ে যাবে।
আমি Scheme Bangla Youtube চ্যানেল এর মালিক। আমি এই ওয়েবসাইটে বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারি খবর নিয়ে লিখে থাকি।