মে মাসে এই প্রল্পগুলির টাকা ঢুকবে ব্যাংকে । লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে বিভিন্ন রকমের প্রকল্পের টাকা ঢোকে মানুষের ব্যাংকে। তাই প্রতি মাসে বিভিন্ন প্রকল্পে আবেদনকারীরা অপেক্ষা করে থাকেন টাকার জন্য। মে মাসে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আবাস যোজনা, বার্ধক্য ভাতা সহ আরও বিভিন্ন প্রকল্পের টাকা আস্তে চলেছে আপনাদের ব্যাংকে। কোন প্রকল্পের টাকা কবে ঢুকবে সমস্ত কিছুই আলোচনা করা হবে এই প্রতিবেদনটিতে। 

আবেদনকারীরা আবার অনেক সময় দুশ্চিন্তায় থাকেন তাদের টাকা সঠিকমত ঢুকছে কিনা। চিন্তার কোনো কারণ নেই, টাকা সঠিকভাবে, সঠিক সময়ে আপনার ব্যাংকে আসছে কিনা কিভাবে জানবেন সেটাও জানিয়ে দেবো। 

পশ্চিমবঙ্গের জনকল্যাণমূলক প্রকল্প 

রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্যই এইসব প্রকল্পের প্রচলন করেছেন মাননীয় মূখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায়। সমাজের সাধারণ মানুষরা যাতে কিছুটা অর্থ সাহায্য পায় সেটাই মূল লক্ষ এইসব প্রকল্পগুলির। আর এই প্রকল্পগুলিতে একবার আবেদন করলেই প্রতি মাসে ব্যাংকে টাকা চলে আসে। আলাদা করে প্রতি মাসে কোনরকম আবেদনপত্র বা লাইনে দাড়ানোর ঝামেলা থেকে না। 

কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে ব্যাংকে?

লক্ষ্মীর ভান্ডার:- প্রতি মাসের মত এই মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে আবেদনকারীদের ব্যাংক একাউন্টে। এই প্রকল্পের আওতায় সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা ২৬-৬০ বছরের মহিলারা প্রতি মাসে আর্থিক সাহায্য পেতে থাকেন। এই প্রকল্পের টাকা মে মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যেই চলে আসবে মহিলাদের এ্যাকাউন্টে। 

বাংলা আবাস যোজনা :- বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন, এই মাসে তাদের ব্যাংকে ঢুকবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা, এমনটাই সূত্র মারফত খবর। যদিও এই বিষয়ে কোনো সরাসরি ঘোষনা এখনো করা হয়নি। তবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন খুব শিঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। 

বার্ধক্য ভাতা:- এই প্রকল্পে পশ্চিমবঙ্গের ৬০ বছরের বেশি বয়স্ক পুরুষ ও মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয় থেকে। প্রতি মাসে এই প্রকল্পের টাকা পেয়ে যান আবেদনকারীরা। মাসের শেষের দিকে উপভোক্তাদের ব্যাংকে এই টাকা আসে। মে মাসেও ২৫ তারিখ থেকে ৩১ তারিখের মধ্যে চলে আসবে টাকা। 

বিধবা ভাতা:- মে মাসের শেষের দিকে মানে ২৫ থেকে ৩১ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা পাঠানো হবে। পাচিমবঙ্গের যেসকল বিধবারা এই প্রকল্পের আওতায় রয়েছেন, প্রতি মাসের মত মে মাসেও টাকা সঠিক সময়ে পাবেন। 

টাকা ব্যাংকে ঢুকছে কিনা কিভাবে জানবেন? 

টাকা ব্যাংকে ঢুকলে একটি এসএমএস এর মাধ্যমে আপনাদের জানানো হবে। যদি তারিখ পেরিয়ে গেলেও এসএমএস না এসে থাকে, তবে ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করুন অথবা মোবাইল ব্যাংকিং অ্যাপ এ রেজিস্টার করে ব্যালেন্স চেক করুন।

Leave a Comment