লক্ষীর ভান্ডারে টাকা বেড়ে ২১০০ টাকা হচ্ছে। নতুন বছরে মমতা সরকারের বড়ো ঘোষণা

লক্ষীর ভান্ডার প্রকল্পের নাম শোনেনি এমন মহিলা গোটা পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গের দুই কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। এই প্রকল্প চালু হওয়ায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের কিছু হলেও সাহায্য হয়েছে। প্রতি মাসে মহিলারা এই টাকার জন্য অপেক্ষা করে থাকে। তাই টাকা বাড়ার খবর শুনে তাদের মধ্যে খুশির শেষ নেই। কবে থেকে এবং করা পাবে এই বেশি টাকা জানতে দেখুন বিস্তারিত।

লক্ষীর ভান্ডার প্রকল্পের বর্তমান সুবিধা

এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসেই টাকা পায়। SC/ST শ্রেনীর মহিলারা মাসে ১২০০ টাকা এবং জেনারেল শ্রেনীর মহিলারা মাসে ১০০০ টাকা পেয়ে থাকে। প্রতি মাসের ৪-১০ তারিখের মধ্যে মহিলাদের ব্যাংকে টাকা ঢুকে যায়। 

টাকা কবে থেকে বাড়বে?

লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে ২১০০ টাকা করা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগেই এটি কার্যকর করা হবে। তাই এখন যেমন টাকা পাচ্ছেন তেমনই টাকা পাবেন। 

টাকা পেতে কি কি যোগ্যতা লাগবে?

লক্ষীর ভান্ডারের টাকা পেতে সকল আবেদনকারীকে মানতে হয় কিছু নিয়ম। এই নিয়মগুলি মধ্যে কোনো একটি না মানায় অনেকজনের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে এবং অনেকনের আবেদন বাতিলও হয়েছে। লক্ষীর এটি ভান্ডার প্রকল্পের টাকা নিয়মিত সঠিকভাবে পেতে এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন – 

  • মহিলাদের বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হয়ে হবে। 
  • ব্যাংক একাউন্টে আধার কার্ড লিংক এবং KYC করা থাকতে হবে। 
  • যে মহিলা আবেদন করবেন তার নামে সিঙ্গেল ব্যাংক একাউন্ট থাকতে হবে। কোনো জয়েন্ট একাউন্ট দিয়ে আবেদন করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। 
  • এছাড়াও মহিলা যদি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা বাড়িতে কেউ আর্থিকভাবে সচ্ছল, তবে এই প্রকল্পে আবেদন করা যাবে না। 

লক্ষীর ভান্ডারের লক্ষ্য 

মহিলারা এই টাকা সংসারের কাজে ব্যবহার করেন। মহিলাদের আর্থিকভাবে সচ্ছল করাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য। এই টাকা বাড়ানোর সিদ্ধান্তে মহিলারা খুবই খুশি। তাই তারা অপেক্ষা করে আছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার। তাই যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে ব্যাংকে আধার কার্ড লিংক আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। আর যারা নতুন করে ২০২৫ সালে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করবেন সমস্ত নিয়মগুলি ভালোভাবে মেনেই আবেদন করুন।

Leave a Comment