পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে বর্তমানে পশ্চিমবঙ্গের ২ কোটিরও বেশি মহিলা টাকা পায়। তবে জানুয়ারি মাসে একটি ভুলের জন্য অনেক মহিলায় টাকা পাবে না। জানতে দেখুন বিস্তারিত।
লক্ষীর ভান্ডার প্রকল্প কি?
লক্ষীর ভান্ডার প্রকল্পটি শুরু হয় পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের কিছুটা অর্থ সাহায্যের জন্য। এই প্রকল্পের আওতায় রাজ্যের দুই কোটিরও বেশি মহিলা আর্থিক সাহায্য পায়। বয়স ২৫-৬০ হলেই এই প্রকল্পে মহিলারা আবেদন করতে পারেন। সাধারণ শ্রেনীর মহিলারা মাসে ১০০০ টাকা এবং ST/SC শ্রেনীর মহিলারা মাসে ১২০০ টাকা অনুদান পান।
জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে?
লক্ষীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা ঢুকবে ৬ তারিখ থেকে। সাধারনত প্রতি মাসের ৪ থেকে ১০ তারিখের মধ্যে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকে যায় আবেদনকারীদের ব্যাংকে। কিন্তু জানুয়ারি মাসের ১ তারিখ ছুটি থাকায় এবং ৪ তারিখে শনিবার ও ৫ তারিখ রবিবার পড়ে যাওয়ায় টাকা দেওয়ার কাজ শুরু হবে ৬ তারিখ থেকে। ৬ তারিখ থেকে শুরু করে ১০ তারিখের মধ্যে সকলের ব্যাংকে টাকা ঢুকে যাবে বলে জানানো হয়।
জানুয়ারি মাসে কারা লক্ষীর ভান্ডারের টাকা পাবে না?
২০২৫ সালে লক্ষীর ভান্ডারে শুরু হয়েছে কিছু নতুন নিয়ম। এই নিয়মগুলি মধ্যে সব থেকে গুরুত্বপুর্ণ হল ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিংক। অনেকের ব্যাংকের সাথে আধার কার্ড লিংক নেই, সেসমস্ত উপভোক্তাদের টাকা জানুয়ারি মাস থেকে ঢুকবে না। তাই একবার অবশ্যই চেক করে নেবেন আপনার লিংক করা আছে কিনা। আর যাদের লিংক করা আছে তারা নিয়মিত যেমন টাকা পান জানুয়ারি মাস থেকেও নিয়মিত টাকা পাবেন।
লক্ষীর ভান্ডারের Status Check
লক্ষীর ভান্ডারের টাকা ঢুকছে কিনা চেক করার জন্য আপনি আপনার ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করে মিনি স্টেটমেন্ট চেক করুন। ATM থেকেও ব্যাংকের ব্যালেন্স বা স্টেটমেন্ট চেক করতে পারেন। যদি কোনরকম সমস্যা হয় তো সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন।

লক্ষীর ভান্ডারে কিভাবে আবেদন করবেন?
লক্ষীর ভান্ডারে আবেদন করার জন্য নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে। ২০২৫ সালে ২৬ জানুয়ারির পর গোটা রাজ্য জুড়ে বসবে দুয়ারে সরকার ক্যাম্প। আপনার বয়স যদি ২৫-৬০ বছরের মধ্যে হয়ে থাকে, তবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা সাস্থ্যসাথী কার্ড থাকতে হবে।
কর্তৃপক্ষের সহায়তা
মাসের শুরুতেই পশ্চিমবঙ্গের সকল মহিলা এই টাকা পাওয়ার আশায় বসে থাকেন। এই টাকাটি খরচ করে অনেকের সংসার চলে। তাই সময়মতো টাকা ঢুকলে সমস্যায় পড়েন মহিলারা। তাই যত তাড়াতাড়ি সম্ভব জানুয়ারি মাসের টাকা দেওয়ার ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ।
আমি Scheme Bangla Youtube চ্যানেল এর মালিক। আমি এই ওয়েবসাইটে বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারি খবর নিয়ে লিখে থাকি।