দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় বসবে? Duare Sarkar Camp List 2025

২০২৫ সালের জানুয়ারি মাসে বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পে আপনারা অনেক নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন। কবে আপনার এলাকায় ক্যাম্প বসবে? কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন? জানতে দেখুন বিস্তারিত। 

সাধারণ মানুষের সুবিধার্থে মমতা ব্যানার্জী ২০২৩ সালে দুয়ারে সরকার ক্যাম্প এর সূচনা করেন। সেই থেকেই দুয়ারে সরকার(Duare Sarkar) জনগণের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। বছরে দুবার ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হলেও ঠিকঠাক করে হয়ে ওঠেনি ক্যাম্প। তাই মমতা ব্যানার্জী ঘোষণা করেন ২০২৫ সালে আবার দুয়ারে সরকার ক্যাম্প বসবে।

দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে? Duare Sarkar Camp Date 

মমতা ব্যানার্জী সন্দেশখালীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সরকারি পরিষেবা নিয়ে একটি অনুষ্ঠান করেন। সেখানে তিনি ঘোষণা করেন জানুয়ারি মাসের ২৬ তারিখের পর থেকে বসবে এই দুয়ারে সরকার ক্যাম্প। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। 

দুয়ারে সরকার(Duare Sarkar) ক্যাম্পে কি কি কাজ হবে?

দুয়ারে সরকার ক্যাম্পের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আগে আবেদন করতে পারেননি তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। আবার অনেকে আবেদন করেছিলেন কিন্তু কিছু কারণে আবেদন বাতিল হয়ে গেছে। তারা পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন। আপনি যদি এখনও স্বাস্থ্যসাথীতে নাম লেখাতে পারেননি, এই দুয়ারে সরকার ক্যাম্পে নাম লিখাতে পারবেন। 

এছাড়াও অন্যান্য যেসমস্ত রাজ্য সরকারের প্রকল্প রয়েছে সেগুলোর সমাধানও এখানে করা হবে। কৃষক বন্ধু, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্য সাথী, কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC), শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জওহর, মানবিক, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত প্রকল্পগুলির কাজ হবে।

দুয়ারে সরকার ক্যাম্প কোথায় বসবে? Duare Sarkar Camp List 

দুয়ারে সরকার ক্যাম্প বসে বিভিন্ন এলকার ভোট বুথগুলোতে। কিন্তু অনেক সময় কিছু করণের জন্য স্থান পরিবর্তন করা হয়ে থাকে। চিন্তার কোনো কারণ নেই এখন আপনি নিজে বাড়িতে বসে মোবাইলেই চেক করে নিতে পারবেন আপনার এলাকায় কবে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে।

এজন্য প্রথমে আপনি চলে যাবেন দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে(ds.wb.gov.in). সেখানে নিচের দিকে ‘Find Your Camp’ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার জেলার নাম, ব্লকের নাম, পুরসভা/পঞ্চায়েতের নাম, ওয়ার্ড নম্বর ইত্যাদি যা যা চাওয়া হবে সব সঠিক ভাবে দেবেন। আপনার এলাকায় কবে কোথায় duare sarkar camp বসবে সমস্ত ডিটেলস চলে আসবে। 

যখন ক্যাম্প চলাকালীন শুরু এইসব তথ্য আপনার দেখতে পাবেন। অন্য সময় চেক করতে পারবেন না।

Leave a Comment