বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের মোট ২৮ লক্ষ উপভোক্তার নাম বাংলা আবাস যোজনা তালিকায় রয়েছে। তার মধ্যে ১২ লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তাদের জন্য রয়েছে বড়ো খুশীর খবর। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ বদল করে আরও এগিয়ে নিয়ে আসা হয়েছে। আবেদনকারীদের যাতে বেশি সময় ধরে অপেক্ষা করতে না হয়, সেই জন্যই এই বন্দোবস্ত।
কবে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা?
প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়কালীন ঘোষণা করা হয়েছিল আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে দেওয়া হবে। কিন্তু সেই তারিখ এগিয়ে মে মাস করা হয়েছে। মে মাস থেকেই শুরু হয়ে যাবে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার কাজ। দ্বীতিয় কিস্তির টাকা দেওয়ার আয়োজনে কোনরকম ভেরিফিকেশন করার কাজ নেই, তাই টাকা মে মাসের শেষের মধ্যেই সকলের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে বলে জানানো হয়েছে।
দ্বিতীয় কিস্তিতে কত টাকা ঢুকবে?
আবাস যোজনায় সকল আবেদনকারীদের ১,২০,০০০ টাকা অর্থ দেওয়ার নিয়ম রয়েছে। প্রথম ধাপে দেওয়া হয়েছে ৬০,০০০ টাকা। দ্বিতীয় ধাপে দেওয়া হবে বাকি ৬০ হাজার টাকা।
কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে না?
আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু অনেকেই পাবে না। যেসব ১২ লক্ষ মানুষ প্রথম কিস্তির টাকা পেয়েছেন শুধুমাত্র তাদেরকেই দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা। কিন্তু যারা প্রথম কিস্তির অর্থ ঘর বানানোর কাজে বরাদ্দ করেনি, তাদের ব্যাংকে আসবে না দ্বিতীয় কিস্তির অর্থ। বাকি যেসব ১৬ লক্ষ মানুষ প্রথম কিস্তির টাকা পায়নি তাদের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আবাস যোজনা প্রকল্প এত গুরুত্বপূর্ণ কেনো?
সামনে ২০২৬ সালে আসছে বিধানসভা ভোট। বাংলা আবাস যোজনা প্রকল্প এই ভোট ব্যাংকে বড়োসড়ো প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। তাই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের উপর বিশেষভাবে নজরদারি রেখেছেন।
আমি Scheme Bangla Youtube চ্যানেল এর মালিক। আমি এই ওয়েবসাইটে বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারি খবর নিয়ে লিখে থাকি।