হেল্পলাইন নম্বরে ফোন করলেই আসছে বাংলা বাড়ির টাকা। Bangla Awas Yojona List 

বাংলা আবাস যোজনা(Bangla Awas Yojona) প্রকল্পে টাকা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল ৩০শে ডিসেম্বর। কিন্তু সেইদিন ঘনিয়ে এলো তবুও বাংলার বাড়ির টাকা এসে পৌঁছায়নি অনেক যোগ্য উপভক্তার ব্যাংকে। তাই তারা চিন্তায় রয়েছেন কবে টাকা পাবেন এবং আদৌ পাবেন কি পাবেন না। 

তারা পঞ্চায়েত অফিস এবং ভিডিও অফিস এ গিয়ে এই নিয়ে অভিযোগ করছেন, তবুও কোনো কাজ হয়নি। তাই এইসব চিন্তিত আবেদনকারীর সুবিদার্থে সরকারি তরফ থেকে ঘোষণা করা হয়েছে যেসকল মানুষ এখনো বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পায়নি তারা সরাসরি মূখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে। অভিযোগ সঠিক হলে তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

কারা কারা ফোন করে টাকা পেতে পারবেন? 

দেখুন এখানে যে কেউ ফোন করে অভিযোগ জানালেই কিন্তু টাকা পেয়ে যাবেন না। শুধুমাত্র যাদের নাম ১২ লক্ষ যোগ্য তালিকায় রয়েছে তারাই ফোন করে অভিযোগ জানাতে পারবেন। তাই আপনি যদি একজন যোগ্য হয়ে থাকেন, এখনও পর্যন্ত প্রথম কিস্তির অনুমোদন পাননি তবে আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানাতে পারেন। যাদের যাদের SMS এসেছে, কিন্তু টাকা আসেনি তারাও একবার ফোন করে জানিয়ে দিন। আর যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই হেল্পলাইন নম্বরে যোগযোগ করতে পারবেন। 

পাচিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের ১৫৪৮ জন মূখ্যমন্ত্রী নম্বরে ফোন করে টাকা পেয়েছেন বলে জানা যাচ্ছে। ব্লকের ধাদুর গ্রামের বাসিন্দাদের দাবি যোগ্য হওয়া সত্ত্বেও টাকা আসছিল না তাদের, তাই চিন্তায় পড়েছিলেন তারা। কিন্তু মূখ্যমন্ত্রী নম্বরে ফোন করে অভিযোগ জানালে, সেখান থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং পরের দিন ই ৬০ হাজার টাকা তাদের ব্যাংক একাউন্টে ঢুকে যায়। 

কোন হেল্পলাইন নম্বরে যোগযোগ করতে হবে?

যেকোনো নম্বরে ফোন করে অভিযোগ জানালে হবে না। এখানে তিনটি নম্বর দেওয়া হয়েছে যেখানে  আপনাদের যোগযোগ করতে বলে হয়েছে। এই নম্বরগুলো হল – 

সরাসরি মুখ্যমন্ত্রী – ৯১৩৭০ ৯১৩৭০

পঞ্চায়েত হেল্পলাইন – ১৮০০ ৮৮৯ ৯৪৫১

ইমারজেন্সি হেল্পলাইন – ১১২

যদি আপনার নাম যোগ্য তালিকায় রয়েছে, কিন্তু টাকা পাননি, তবে পঞ্চায়েত হেল্পলাইন নম্বরে প্রথমে যোগযোগ করবেন। সেখানে সমস্যার সমাধান না হলে তারপর আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে যোগযোগ করুন। আপনার সমস্যার অবশ্যই সমাধান হবে। আর যদি কোনো ইমার্জেন্সী বা বড় প্রবলেম থাকে, যেমন কি যদি আপনার নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে বা কেও কাঠমানি চাইছে তবে ইমার্জেন্সী হেল্পলাইন এ ফোন করে অভিযোগ করুন।

কারা অভিযোগ করলেও বাংলা বাড়ির টাকা পাবেন না?

মোট ২৮ লক্ষ উপভোক্তার নাম রয়েছে যোগ্য আবেদনকারীর তালিকায়, তবে এর মধ্যে ১২ লক্ষ আবেদনকারীকে এখন টাকা দেওয়া হচ্ছে। এই ১২ লক্ষ এর মধ্যে কোনো ব্যক্তির টাকা পেতে সমস্যা হলে তবেই কিন্তু সমস্যার সমাধান হবে। বাকি ১৬ লক্ষ মানুষকে এখন টাকা দেওয়া হবে না। তাদের পরের বকর মে-জুন মাসে টাকা দিয়ে হবে বলে ঘোষণা করা হয়েছে।

Leave a Comment